স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : শুক্রবার রাতে অভিযান চালিয়ে এক ছিনতাইকারিকে গ্রেপ্তার করলো বিশালগড় থানার পুলিশ। জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় সুব্রত সরকার নামে এক ব্যক্তি হরিশ নগর চা বাগানের শ্রমিকদের মজুরির টাকা নিয়ে হরিশনগরে যাওয়ার সময় মাঝ রাস্তায় সুব্রত সরকারকে দাড় করিয়ে ধারালো ছুরি দেখিয়ে তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, স্বর্ণের রিং ও দামি মোবাইল ছিনতাই করে নিয়ে যায় বিপ্লব সিং নামে এক ছিনতাইকারী। পরবর্তী সময় সুব্রত সরকার বিশালগড় থানায় অভিযুক্ত বিপ্লব সিং-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নামে। শুক্রবার রাতে পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্ত বিপ্লব সিংকে গ্রেপ্তার করে। সুব্রত সরকার জানান শ্রমিকদের টাকা নিয়ে হরিষনগর চা বাগানে যাওয়ার সময় তিনি মাঝ রাস্তায় প্রাকৃতিক কাজ সম্পন্ন করার জন্য দাঁড়ান। সেই সময় অভিযুক্ত ওনাকে ধারালো ছুরি দেখিয়ে নগদ অর্থ, স্বর্ণের রিং ও মোবাইল নিয়ে যায়। শুক্রবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।