স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক প্রি বোর্ড পরীক্ষা শুরু হয়েছে। বিদ্যাজোতি প্রকল্প ভুক্ত এবং বিদ্যাজোতী প্রকল্প ভুক্ত নয় এমন স্কুলে পাঠরত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ছিল বাংলা পরীক্ষা।
কিন্তু শুক্রবার আচমকাই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে বিদ্যাজোতি প্রকল্প ভুক্ত নয় এমন স্কুলগুলোর বাংলা পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। যার পরিপ্রেক্ষিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অল ইন্ডিয়া ডি এস ও। প্রশ্নপত্র ফাঁসের পুনরাবৃত্তি যেন না ঘটে এই গ্যারান্টি চান তারা শিক্ষা দপ্তর থেকে। আরো বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা রাজ্যে নতুন নয়। পূর্বের বামফ্রন্টের আমলেও একাধিক বার প্রশ্নপত্র ফাঁসের মত ঘটনা ঘটেছে। এবার ও তার ব্যতিক্রম নয়। প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ী মোটা টাকার বিনিময়ে নিজেদের স্বার্থে অগনিত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ধ্বংস করছে বলে অভিযোগ তুলেন।