স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : শুক্রবার উওর জেলার ধর্মনগর স্থিত জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে তপশীলি জাতি কল্যাণ দপ্তর, প্রানী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের আধিকারিকদের নিয়ে উওর জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। উওর ত্রিপুরা জেলায় পর্যাপ্ত পরিমাণে মাছ ,ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জেলাকে স্বনির্ভর করে তুলতে এবং সমাজের তপশীলি জাতি মানুষের কাছে সরকারী সুযোগ সুবিধা সঠিক ভাবে পৌঁছে দিতে সরকারি আধিকারিকদের নিদের্শ দেন মন্ত্রী সুধাংশু দাস।
এছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে সকল প্রকল্প লাগু রয়েছে, সেই সকল প্রকল্পের অগ্রগতির বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী সুধাংশু দাস। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান এইদিন তপশীলি জাতি কল্যাণ দপ্তর, প্রানী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস দপ্তরের আধিকারিকদের নিয়ে উওর জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করেছেন। এই পর্যালোচনা বৈঠকের মূল্য উদ্দেশ্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে সকল প্রকল্প উত্তর জেলায় লাগু রয়েছে, সেই সকল প্রকল্পের অগ্রগতি কতটা হয়েছে তা খতিয়ে দেখা। চার মাস পূর্বে প্রথম পর্যালোচনা বৈঠক করা হয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্ত গুলি কতটা বাস্তবায়িত হয়েছে তা এইদিন খতিয়ে দেখা হয়েছে। যে সকল জায়গায় ঘাটতি রয়েছে, সেই গুলিকে চিহ্নিত করে সংশোধন করা হবে।