স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি : কুষ্ঠ রোগ কোন বংশগত রোগ নয়। এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব। প্রতিবছর ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে কুষ্ঠ বিরোধী দিবস পালন করা হয়। এ বছরও ৩০ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ সচেতন শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ইটভাট্টা এলাকা এবং চা বাগান এলাকাগুলিতে সচেতন শিবির ও স্ক্যানিং ব্যবস্থার উপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা।
বৃহস্পতিবার জেলাশাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান পশ্চিম জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। তিনি জানান, এ রোগ নিয়ে কোনো ভেদাভেদ নেই। ঔষধের মাধ্যমে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কারোর শরীরে যদি সাদা রংয়ের কোন দাগ থাকে তাহলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের পরামর্শ নিতে পারে। ঔষধের মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এবং এই রোগের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। তবে এই রোগ হলে কারোর ভয় পাওয়ার কোন কারণ নেই। আর যেসব এলাকায় এই রোগের সনাক্ত হওয়ার হার বেশি সেসব এলাকায় সচেতন শিবির অধিকহারে করে মানুষকে সচেতন করা হচ্ছে বলে জানান জেলাশাসক। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকেরা।