ধলাই (ত্রিপুরা), ৩ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় তৃতীয় বর্ডার হাট চালু হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। আজ বৃহস্পতিবার ধলাই জেলায় কমলপুরে বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। কমলপুর-কুমরাঘাট বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দ্ব্যর্থহীন ভাষায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দুই দেশের সম্পর্ক মধুর হয়েছে। বর্ডার হাট স্থাপনের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্কে আরও উন্নতি হবে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মন্ত্রী মনোজকান্তি দেব, টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়, ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী সহ অন্যান্যরা।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আটটি বর্ডার হাট স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছিল। দুটি বর্ডার হাট চালু হয়েছে। আরও দুটি খুব শীঘ্রই চালু হতে চলেছে। যার মধ্যে একটি বর্ডার হাটের আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তিনি জানান, ধর্মনগরের রাগনায় আরও একটি বর্ডার হাট স্থাপনের অনুমতি মিলেছে। তাঁর দাবি, কমলপুরে বর্ডার হাট খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, বর্ডার হাট স্থাপনের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক এবং সংস্কৃতিক সম্পর্কের উন্নতি ঘটবে। সম্পর্ক আরও আধুনিক হবে।
প্রসঙ্গত, নতুন বর্ডার হাট ভারতীয় অংশে ১.৩৬ একর এবং বাংলাদেশের অংশে ১.৩৬ একর জমিতে স্থাপিত হচ্ছে। তাতে, দু-দেশের ১০০ জন বিক্রেতা এবং ১৫০ জন ক্রেতাকে বিকিকিনির জন্য অনুমতি দেওয়া হবে। প্রত্যেক বিক্রেতাকে সর্বোচ্চ ২০০ ডলারের সামগ্রী বিক্রির অনুমতি মিলবে। নতুন বর্ডার হাটটি প্রত্যেক মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত খোলা থাকবে। এতে মাছ, শুকনো মাছ সহ মোট ১৮টি পণ্য বিক্রির অনুমতি দেওয়া হবে।
নতুন বর্ডার হাটে সর্বজনীন আপ্যায়ন কেন্দ্র, একটি কনফারেন্স হল, স্বাস্থ্য ইউনিট এবং মুদ্রা ভাঙানোর জন্য একটি ব্যাংকার্স রুম থাকবে। জনসাধারণের যাতায়াতেরও ব্যবস্থা করা হবে।