কৌশাম্বি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে রাম মন্দিরের ইস্যুতে বিরোধীদের কটাক্ষ করলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। বৃহস্পতিবার কৌশাম্বিতে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে নাড্ডা বলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার যখন নির্মাণ শুরু করার চেষ্টা করছিল তখন বিরোধীরা মন্দির নির্মাণ বন্ধ করার চেষ্টা করছে। আর এখন ওই রাজনৈতিক দলগুলি এখন মন্দির পরিদর্শনে ব্যস্ত।
এদিন কৌশাম্বিতে এক সমাবেশে তিনি আরও বলেন, “অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবি ছিল। আমরা মন্দির নির্মাণের চেষ্টা করছিলাম এবং অন্যরা নির্মাণ বন্ধ করার চেষ্টা করছিল। এখন তারা মন্দির পরিদর্শনে ব্যস্ত। তারা। ওই রাজনৈতিক দল যারা ‘কারসেবকদের’ ওপর গুলি চালিয়েছিল।
বিজেপি সভাপতি আরও বলেন, কংগ্রেস দল সুপ্রিম কোর্টে রাম মন্দিরের শুনানি ব্যাহত করেছে, তবে শীর্ষ আদালতের সিদ্ধান্তের পরে এখন নির্মাণ চলছে।যখন কংগ্রেস দল সুপ্রিম কোর্টে রাম মন্দিরের নির্মাণের বিষয়টিকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এসে সুপ্রিম কোর্টের রায়ের পরে আজ একটি বিশাল রাম মন্দির নির্মাণাধীন।নড্ডা অভিযোগ করেন, বিরোধী দলগুলি শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসকে আঘাত করেছে যখন বিজেপি “সংস্কৃতি এবং জাতীয়তাবাদ” কে সঙ্গে নিয়েছে। রাজ্যের পূর্ববর্তী সরকারগুলিকে আক্রমণ করে নড্ডা বলেন, দলগুলি আজ বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, যখন তারা ক্ষমতায় ছিল তখন তারা বিদ্যুৎ সরবরাহ করেনি।