স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : এক চিকিৎসকের দায়িত্বজ্ঞানহীন ভূমিকায় হাসপাতালে সৃষ্টি হয় তুলকালাম পরিস্থিত। জানা গেছে, বৃহস্পতিবার শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দি বাজারে ত্রিং মেলা অনুষ্ঠিত হয়। আর এই মেলায় বৃহস্পতিবার রাতে আগরতলা সংলগ্ন মহেশখলা এলাকার বাবুল দাস নামে এক ব্যক্তি মেলায় যান।
সেখানে গিয়ে বাবুল দাস হঠাৎ শারীরিক অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মেলায় কর্মরত থাকা শ্রীনগর থানার পুলিশ কর্মীরা অসুস্থ বাবুল দাসকে তড়িঘড়ি উদ্ধার করে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ সিনহা অসুস্থ বাবুল দাসকে চিকিৎসা করতে অস্বীকার করেন বলে অভিযোগ। তারপরেও শ্রীনগর থানার পুলিশ কর্মীরা অনুরোধ জানান গুণধর চিকিৎসক বিশ্বজিৎ সিনহাকে চিকিৎসা করার জন্য। কিন্তু চিকিৎসক বিশ্বজিৎ সিনহা চিকিৎসা করতে চায় নি বলে অভিযোগ। পরে চিকিৎসকের এই দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন অসুস্থ বাবুল দাসের পরিবারের লোকজন। তারপরে বাবুল দাসের পরিবারের লোকজনরা বাধ্য করেন চিকিৎসক বিশ্বজিৎ সিনহাকে অসুস্থ বাবুল দাসকে চিকিৎসা পরিষেবা দিতে। ততক্ষণে শ্রীনগর থানার পুলিশ এবং হাসপাতালে উপস্থিত থাকা সকলেই বুঝে গেছে যে প্রকৃতপক্ষে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা কি হালে রয়েছে। তবে হাসপাতালের চিকিৎসক বিশ্বজিৎ সিনহার এই দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ড দেখে সকলেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানায় খুব শীঘ্রই এই ধরনের দায়িত্বজ্ঞানহীন চিকিৎসকদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ না করেন। নাহলে আগামী দিনে হাসপাতালের চিকিৎসা পরিষেবা তলানিতে গিয়ে পৌঁছাবে।