স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : ফেন্সিডিল সহ পুলিশের জালে এক ব্যক্তি আটক। তাকে খয়েরপুর বাইপাস এলাকা থেকে আটক করে বোধজং নগর থানার পুলিশ। একই সাথে আটক করা হয় একটি গাড়ি। বোধজং নগর থানার ওসি কৃষ্ণধন সরকার জানান বৃহস্পতিবার রাতে খয়েরপুর ফাঁড়ি থানার ওসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খয়েরপুর বাইপাস এলাকায় একটি গাড়ি থেকে কিছু সামগ্রী আনলোডিং করা হতে পারে।
সাথে সাথে খয়েরপুর ফাঁড়ি থানার ওসি পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটি কন্টেইনার গাড়ি থেকে বেশকিছু ফেন্সিডিল আনলোডিং করা হচ্ছে। মোট ১২ কার্টুন ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সাথে আটক করা হয় গাড়ির চালক জোগেন হাজারিকাকে। তার বাড়ি আসামে। ধৃত গাড়ি চালকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া ফেন্সিডিলের কালোবাজারি মূল্য ৯ লক্ষাধিক টাকা হবে। তিনি আরও জানান কন্টেইনার গাড়িটি বহিঃরাজ্য থেকে রাজ্যে এসেছে। ধৃত গাড়ি চালককে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ।