স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি : আগরতলা পুর নিগমের পক্ষ থেকে চলছে হকার উচ্ছেদ। কিন্তু হকারদের জন্য কোনরকম বিকল্প ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য হকার্স ইউনিয়ন সি আই টি ইউ পক্ষ থেকে ছাত্র যুব ভবন থেকে একটি মিছিল সংঘটিত হয়। মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা পুর নিগম অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত।
তিনি বিক্ষোভ সভায় সরকারের তীব্র সমালোচনা করে বলেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা থেকে অযৌক্তিক ভাবে গায়ের জোরে বিভিন্ন জায়গায় অফিস ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। এবং বিভিন্ন গণসংগঠনে অফিস দখল করছে। বিভিন্ন গণসংগঠনের অফিস যেমন দখল করছে অপরদিকে জনগণের ভোট না পেয়ে নির্বাচনী প্রহসনে পরিণত করে জয়ী হয়ে এখন আগরতলা এবং ধর্মনগর শহরে হকার উচ্ছেদ শুরু করেছে। কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা যাবে না। বেআইনি ভাবে উচ্ছেদ করা ঠিক হবে না। কিন্তু জালিয়াতি ভাবে পুরনিগম গঠন করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তো দূরের কথা। বরং এভাবে উচ্ছেদ করে চলেছে তারা। পূর্বতন সরকার রাজ্যে মিলন সংঘ, দুর্গা চৌমুহনি, কুঞ্জবন সহ বিভিন্ন প্রান্তে বিপণিবিতান গড়ে তুলেছে। যাতে এগুলির মধ্যে হকারদের বিকল্প ব্যবস্থা করা যায়। কিন্তু এই সরকার আসার পর মানুষের বিকল্প ব্যবস্থা না করে দিয়ে এভাবে উচ্ছেদ করে যাওয়া গরিব মানুষের চোখের জল ফেলতে হচ্ছে। কিন্তু এইভাবে বেআইনি উচ্ছেদ মেনে নেওয়া যায় না। প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে শংকর প্রসাদ দত্ত। এদিন বিক্ষোভের এছাড়া উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য নেতৃত্ব।