Friday, February 14, 2025
বাড়িরাজ্যবিরোধী দলনেতার কাছে গেলেন বাঁশ ব্যবসায়ীরা

বিরোধী দলনেতার কাছে গেলেন বাঁশ ব্যবসায়ীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি : উচ্চ আদালতে মামলা চলাকালীন অবস্থায় বটতলা বাঁশ ব্যবসায়ীদের আগরতলা পুর নিগম সাউথ জোন থেকে নোটিশ প্রদান করায় উৎকণ্ঠায় রয়েছে ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বাধ্য হয়ে রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকারের সাথে ব্যবসায়ীরা দেখা করেন। ব্যবসায়ীরা এদিন সিপিআইএম রাজ্য কার্যালয়ে বিরোধী দলনেতার সাথে দেখা করে তাদের সমস্যাগুলো তুলে ধরেন। এবং বিরোধী দলনেতা মানিক সরকার সেই বিষয়গুলো

শুনে বললেন রাজন্য আমল থেকে বটতলা নদীর তীরবর্তী এলাকায় বাঁশ বিক্রি করে আসছে ব্যবসায়ীরা। বামফ্রন্ট সরকারের সময় যখন মোটর স্ট্যান্ডের বড় জায়গার প্রয়োজন হয়েছিল তখন অটো চালকরা সেখানে গিয়ে জায়গা নেয়। বাঁশ ব্যবসায়ীদের সাথে কথা বলে সেখানে তারা একটি স্ট্যান্ড তৈরি করে। কিন্তু এখন রাজ্য সরকার বলছে তাদের জমি ছেড়ে উঠে যেতে হবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো বিকল্প যে ব্যবস্থাটি দেওয়া হয়েছে সেই জায়গাতেই অবশ্যই ভালো হতে হবে। তাই ব্যবসায়ীদের বলা হয়েছে তারা যেন নিগমের চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বিষয়টি তুলে ধরেন। যেহেতু আদালতে মামলাটি স্থিতাবস্থায় রয়েছে, সুতরাং তাদের এভাবে উচ্ছেদ করা ঠিক হবে না। এমনটাই অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন মানুষের পেটের নেই খাবার, হাসপাতালের নেই চিকিৎসক, নেই নার্স। আর এখন তাদের সৌন্দর্যায়নের আকাঙ্ক্ষা জেগেছে। বিষয়টি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, বাঁশ বাজার ব্যবসায়ীদের জমি ছাড়ার জন্য বুধবার আগরতলা পুর নিগমের সাউথ জোনের পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়। বলা হয়েছিল বুধবার রাত বারোটার মধ্যে যেন বাঁশ বিক্রেতারা নিজেদের সামগ্রী সরিয়ে নিয়ে যেন সরে যায়। নাহলে নিগম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বুধবার দুপুরে বাঁশ বাজারে মাইকিং করে যাওয়ার পর সৃষ্টি হয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ। দীর্ঘ ৫০ বছরের অধিক সময় ধরে ব্যবসায়ীরা এই ব্যবসার উপর নির্ভর। বিগত বছরের মার্চ মাসে তাদের নোটিশ দেওয়া হয় যেন তারা তাদের সামগ্রী নিয়ে এখান থেকে সরে যায়। বিষয়টি প্রতিবাদ জানিয়ে উচ্চ আদালতে মামলা রুজু করলে তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয় ডুকলি এলাকায়। তারপর তারা সেখানে ব্যবসা করতে যাওয়া নিয়ে দ্বিমত পোষণ করলে নিগম তাদের পছন্দের জায়গায় ব্যবসা করতে দেয় নি। এ নিয়ে উচ্চ আদালতে মামলা স্থিতাবস্থা রয়েছে। কিন্তু এর মধ্যে গত জানুয়ারি মাসে পুনরায় তাদের নিগমের সাউথ জোনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। কিন্তু যেহেতু মামলাটি স্থিতাবস্থা রয়েছে তাই তারা সেখান থেকে সরে যেতে নারাজ। উচ্চ আদালতের চূড়ান্ত শুনানি হলে যে রায় দেবে সেই তারা রায় মেনে নেবে। কিন্তু দেখা গেছে তারপরেও উচ্চ আদালতকে অবজ্ঞা করে চলছে নিগমের সাউথ জোন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য