স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : যুবতীকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষনা করলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি দেবাশীষ কর। সাজাপ্রাপ্ত যুবকের নাম আলী হোসেন। সাজা ঘোষণার সময়ে বিচারক দেবাশীষ কর অভিযুক্ত যুবক আলী হোসেনকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় দোষী সাব্যস্ত করে দশ বছরের সশ্র্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরো এক বছর কারাবাসের নির্দেশ দেন। ঘটনা ২০১২ সালে। সেই সময়ে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত এক যুবতিকে ধর্ষণ করেছিল আলী হোসেন নামের এক যুবক।
এই ঘটনার পর সেই যুবতীর বাবা বিশ্রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তী সময়ে সেই যুবতী অবিবাহিত অবস্থায় অন্তঃসত্তা হয়ে পড়ে। জন্ম দেয় এক পুত্র সন্তানের। পুলিশ এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় আদালতে চার্জশিট দাখিল করে। পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত আলী হোসেনকে। বিশ্রামগঞ্জ থানার পুলিশের পক্ষে এই মামলাটি তদন্ত করে হেমপদ পাল, পার্থ মুন্ডা এবং প্রীতম চাকমা। সেই অনুযায়ী শুরু হয় বিচার প্রক্রিয়া। বিচার চলাকালীন সময়ে সরকারি পক্ষে ১৬ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। সেই সঙ্গে অভিযুক্তের পক্ষ থেকে তিন জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। পুরো মামলার নিষ্পত্তি ঘটার পর বৃহস্পতিবার চূড়ান্ত রায় প্রদান করে আদালত।