Wednesday, January 15, 2025
বাড়িজাতীয়সেনা ট্রাকের উপর জঙ্গি হামলা, নিহত ৩।

সেনা ট্রাকের উপর জঙ্গি হামলা, নিহত ৩।

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : আবার সেনা ট্রাকের উপর অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়। তবে বড় কিছু ঘটার আগেই জওয়ানরা পাল্টা গুলি চালানো শুরু করে। তারপর দু-পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। একমাসের মধ্যে এই নিয়ে দু-বার জঙ্গি হামলা হয়।ফের জঙ্গিদের নিশানায় সেনা-জওয়ান। আবার সেনা ট্রাকের উপর অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়। সেনাবাহিনীর তরফে খবরটি নিশ্চিত করে জানানো হয়, পুঞ্চের সুরানকোটে ডেরা কি গোলি জঙ্গল এলাকা দিয়ে যাওয়ার সময়ই সেনাবাহিনীর একটি গাড়ি ও ট্রাকটি হামলা চালায় জঙ্গিরা। তারপরই পাল্টা গুলি ছোড়েন জওয়ানরা। তবে এই অতর্কিত জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৩ জওয়ানের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন আরও ৩ জনষ শেষ পাওয়া খবর পর্যন্ত, দু-পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে।জম্মুর সেনা মুখপাত্র জানান, DKG এলাকায় বুধবার রাত থেকে সেনা ও পুলিশের যৌথ বাহিনী জঙ্গি অভিযানে নামে। এরপর এদিন সেনা ক্যাম্পের উপর জঙ্গি হামলার পরই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। দু-পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে। গত মাসে রাজৌরির কালাকোটে এলাকায় একইভাবে সেনাবাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় ২ সেনা- ক্যাপ্টেনের মৃত্যু হয়। তারপরই সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই এলাকায় জঙ্গি-দমন অভিযানে নামে। গত কয়েক বছরে বড়-বড় জঙ্গি হামলার হটবেল্ট হয়ে উঠেছে রাজৌরি, পুঞ্চের মতো এলাকাগুলি। চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ এলাকায় দুটি জঙ্গি হামলায় ১০ জওয়ানের মৃত্যু হয়েছে। গত দু-বছরে এই এলাকায় জঙ্গি অভিযানে গিয়ে ৩৫-এর বেশি জওয়ানের মৃত্যু হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য