Saturday, February 8, 2025
বাড়িরাজ্যনিম্নগামী করোনার দৈনিক সংক্রমণ, কমেছে মৃত্যুও, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬৮ জন, মৃত্যু...

নিম্নগামী করোনার দৈনিক সংক্রমণ, কমেছে মৃত্যুও, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬৮ জন, মৃত্যু এক

আগরতলা, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ আরও কমেছে। অবশ্য শতাংশের হার সামান্য বেড়েছে। সাথে কমেছে মৃত্যু-সংখ্যাও। দেখা যাচ্ছে, অনেকদিন পর কিছুটা স্বস্তি দিচ্ছে করোনার সংক্রমণ।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৩১৭ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২,৯৭০ জনকে নিয়ে মোট ৩,২৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এঁদের মধ্যে আরটি-পিসিআরে ছয় এবং রেপিড অ্যান্টিজেনে ৬২ জনকে করোনায় সংক্রমিত বলে শনাক্ত করা হয়েছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ৬৮ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। করোনার নমুনা পরীক্ষা কমেছে, ফলে সংক্রমিতের সংখ্যাও কিছুটা কমেছে। তেমনি দৈনিক সংক্রমণের হার কিছুটা বেড়ে হয়েছে ২.০৭ শতাংশ। গতকাল ৪,৫২২ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোঁজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ১.৯৯ শতাংশ। মৃত্যু হয়েছিল আটজনের।

এদিকে, সুস্থতা অনেকটাই স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৫০৮ জন করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২,৩৬৮ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১,০০,৫২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৭,১৭৫ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.২৭ শতাংশ। তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৭৩ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় মোট ৯১১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গেছে, পশ্চিম জেলা এখনও করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। তবে সংক্রমণের সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ১৫ জন, উত্তর জেলায় ১৩ জন, সিপাহিজলা জেলায় ৩ জন, দক্ষিণ জেলায় ১৩ জন, ধলাই জেলায় ৮ জন, উনকোটি জেলায় ৫ জন, খোয়াই জেলায় ১ জন এবং গোমতি জেলায় ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য