স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার উপর বৃহস্পতিবার রাজ্য জুড়ে মহড়া প্রদর্শন করা হয়। এইদিন সমগ্র রাজ্যের ৪১ টি স্থানে মহড়া প্রদর্শন করা হয়। ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির উদ্যোগে এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সহায়তায় এই মহড়া প্রদর্শন করা হয়। রাজধানীর আইজিএম হাসপাতালেও এইদিন মহড়া প্রদর্শন করা হয়।
প্রতি বছর এক বার এই ধরনের মহড়া প্রদর্শন করা হয়। বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্য কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে এই মহড়া প্রদর্শন করা হয়। এইদিন আইজিএম হাসপাতালে মহড়া প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি টি.কে দেবনাথ। এইদিন মূলত ভূমিকম্প হওয়ার পর পরিস্থিতি কি ভাবে মোকাবেলা করা হবে, কি ভাবে বহুতলে আটকে পড়া লোকজনদের উদ্ধার করা হবে সেই বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি টি.কে দেবনাথ জানান বছরে একবার এই ধরনের মহড়া প্রদর্শন করা হয়। এইদিন সমগ্র রাজ্যের ৪১ টি স্থানে মহড়া প্রদর্শন করা হয়। আগরতলা শহরের ৫ টি স্থানে মহড়া প্রদর্শন করা হয়েছে। মহড়া প্রদর্শনে বিভিন্ন দপ্তরকে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।