স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : আগুনে পুড়ে ছাই তিনটি দোকান। ঘটনা বুধবার রাতে তেলিয়ামুড়া থানাধীন এক্সচেঞ্জ চৌমুহুনী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বুধবার গভীর রাতে তেলিয়ামুড়ার এক্সচেঞ্জ চৌমুহুনী এলাকার স্থানীয় ব্যবসায়ী হরিধন পালের দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পায় এলাকাবাসী।
সাথে সাথে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। ততক্ষণে তিনটি দোকান আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মীরা। ততক্ষণে তিনটি দোকান ঘর সহ দোকানে থাকা সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনীর এক কর্মী জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লক্ষ টাকা। ধারনা করা হচ্ছে বিদ্যুৎ-এর শটসার্কিট থেকে এই অগ্নিসংযোগ ঘটেছে।