স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : বৃহস্পতিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ৪৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুকান্ত একাডেমীতে মেগা ক্রেডিট ডেলিভারি ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে এই মেগা ক্রেডিট ডেলিভারি ক্যাম্পের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের সত্যেন্দ্র সিং সহ অন্যান্যরা।
এইদিনের অনুষ্ঠানে গ্রামীণ ব্যাঙ্কের কর্মীদের পাশাপাশি সাধারন মানুষের উপস্থিত ছিল লক্ষ্যনীয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন রাজ্যের পূর্বতন সরকারের তুলনায় বর্তমানের সরকারের সময়ে মানুষের অর্থনৈতিক শ্রী বৃদ্ধি হয়েছে। রাজ্যের বর্তমান সরকারের পথ চলা শুরু হয়েছে ২০১৮-১৯ অর্থবছর থেকে। ২০১৭-১৮ অর্থ বছরে রাজ্যের সকল ব্যাঙ্ক মিলিয়ে টাকা জমা ছিল ২৪ হাজার ৫৮০ কোটি টাকা। বর্তমানে রাজ্যের সকল ব্যাঙ্ক মিলিয়ে মোট টাকা জমা রয়েছে ৩৭ হাজার ৪৩২ কোটি টাকা। তার থেকে বুঝা যায় রাজ্যের মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলেও ঋনের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। সিডি রেশিও-র ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরার আগে রয়েছে কয়েকটি রাজ্য। তবে গর্বের বিষয় ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে কর্মরত ৮৫০ জন কর্মীর মধ্যে ৮০০ জন ত্রিপুরা রাজ্যের। তার থেকে বুঝা যায় ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে দক্ষতা রয়েছে।