স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : বৃহস্পতিবার সকালে শিশু অপহরণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রাজধানীর কাঞ্চন পল্লী এলাকায়। এলাকার বাসিন্দা কিষাণ দাস। কিষাণ দাসের স্ত্রী পূর্ণিমা দাস। কিষাণ ও পূর্ণিমার একমাস ১৩ দিন বয়সী পুত্র সন্তান সানু দাস। পূর্ণিমা দাস জানান এইদিন সকালে তিনি সন্তান সানু দাসকে খাবার খাওয়ানোর পর বিছানায় ঘুম পাড়িয়ে রেখে বাসন পরিষ্কার করার জন্য যান।
কিছু সময় বাদে ঘরে এসে দেখতে পান বিছানায় সানু দাস নেই। সাথে সাথে তিনি ঘটনার বিষয়ে স্বামী সহ পরিবারের লোকজনদের জানান। সকলে মিলে সানু দাসের খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু সানু দাসের কোন হদিশ পাওয়া যায় নি। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।