স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : সম্প্রতি রাজধানীর বিজয় কুমার স্কুলের ছাত্রী শিয়ারী জমাতিয়া নামে এক ছাত্রীর অঙ্গনা মোহিনী গার্লস হোস্টেলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। তারপর থেকেই ওই হোস্টেলে প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রী হোস্টেলে কোন এক অজ্ঞাত কারণে পড়াশোনা করতে পারছেন না।
সামনে তাদের পরীক্ষা। পাশাপাশি স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা স্টাইপেন্ড সংক্রান্ত বিষয় সহ মোট চার দফা দাবিতে টি এস ইউ ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয় বৃহস্পতিবার। ডেপুটেশনের পর বিস্তারিত তুলে ধরেন ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দল। তারা জানান গত ১৩ ডিসেম্বর রাজধানীর বিজয় কুমার স্কুলের ছাত্রী সিয়ারী জামাতিয়া অনঙ্গ মোহিনী এস.টি হোস্টেলে আত্মহত্যা করে।
টিএসইউ-র অভিযোগ এখনো আত্মহত্যার সঠিক তদন্ত হচ্ছে না। যে কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে ১৫০ জন শিক্ষার্থী তাদের ক্লাসে উপস্থিত হচ্ছে না। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখনো শিক্ষার্থীদের ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করে নি প্রশাসন। সুতরাং এই ঘটনার সঠিক তদন্ত এবং শিক্ষার্থীদের স্কুল মুখী করার দাবি জানায় টিএসইউ। পাশাপাশি প্রতিটি এস টি হোস্টেলে ওয়ার্ডেন এবং গার্ড নিয়োগের দাবি জানানো হয়। এইদিন ডেপুটেশান প্রদান কালে উপস্থিত ছিলেন টি.এস.ইউ-র সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা। ডেপুটেশান প্রদান শেষে টি.এস.ইউ-র সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে চার দফা দাবি গুলি তুলে ধরেন।