স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে ঝাপিয়ে পড়েছে শাসক দল। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে লোকসভা বিস্তারক প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ বর্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির সর্ব ভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি.এল সন্তোষ, আসাম ও ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু সহ অন্যান্যরা।
এইদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির বিস্তারকরা এই প্রশিক্ষণ বর্গে উপস্থিত ছিলেন। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিস্তারকদের কি ভাবে কাজ করতে হবে সেই বিষয়ে এইদিন প্রশিক্ষণ দেওয়া হয়। যদিও বিরোধীদের তুলনায় কয়েক কদম এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে ময়দানে ঝাপিয়ে পড়েছে শাসক দল বিজেপি।