স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে সাংগঠনিক শক্তি আরো মজবুত করার লক্ষ্যে রাজ্য সফরে আসলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের নেতৃত্ব প্রতিনিধি দল। দুদিন রাজ্য সফর কালে তারা প্রদেশ নেতৃত্ব সহ জেলা ও মন্ডল পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। লোকসভায় ত্রিপুরার আসন দুটি।
বিগত লোকসভা নির্বাচনে দুটি আসনেই বিজেপি জয়ী হয়েছে। এবার বিরোধী দলগুলো এক কাট্টা হয়ে এক এর বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে। স্বাভাবিক কারণেই বিজেপিকে আরো শক্তিশালী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। কোন ধরনের সাংগঠনিক দুর্বলতা যাতে না থাকে তা খতিয়ে দেখতেই কেন্দ্রীয় নেতৃত্বের এই সফর বলে জানা গেছে ।ত্রিপুরা সফরে আসলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ এবং উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর সম্বিত পাত্র, ঋতুরাজ সিনহা, অসম ও ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু। ধারণা করা হচ্ছে, প্রদেশ বিজেপির খোলনলচে বদলাতেই তাঁরা রাজ্যে এসেছেন ।
তাঁদেরকে আগরতলা এম.বি.বি বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য ও অমিত রক্ষিত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দল পুনর্গঠনই তাঁদের সফরের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।