তিরুবনন্তপুরম, ২১ ডিসেম্বর (হি.স.): করোনার নতুন উপরূপ জেএন.১ নতুন করে চিন্তা বাড়াচ্ছে কেরলে। কেরলে এই উপরূপের বাড়বাড়ন্ত অব্যাহত রয়েছে। বুধবার অর্থাৎ বিগত ২৪ ঘন্টায় কেরলে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০০ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের। সবমিলিয়ে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত কেরলে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৬৬৯।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় কেরলে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০০ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত কেরলে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৬৬৯। করোনা ভাইরাসের নতুন উপরূপ জেএন.১-এর সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে দানা বেঁধেছে আতঙ্ক। যদিও, করোনার এই নতুন উপরূপ নিয়ে ভয় না পাওয়ার কথাই বলেছেন স্বাস্থ্য কর্তারা।