স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : পানীয় জলের ফিল্টার আছে। কিন্তু জল নেই। নজির বিহীন এই ঘটনা মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তাকোবরা এলাকায়। প্রায় ৫-৬ মাস আগে মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তাকোবরা এলাকায় স্থানীয় জনগণের পরিশুদ্ধ পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয় সরকারি তহবিলের অর্থে ।
এই ফিল্টার নির্মাণের প্রায় ৫-৬ মাস পেরিয়ে গেলেও নল দিয়ে পানীয় জলের ফোটা বেরিয়ে আসতে দেখতে পাচ্ছেন না কাইন্তাকোবরা পাড়ার বাসিন্দারা । এমনটাই জানিয়েছেন এলাকারই এক বাসিন্দা বিশু কুমার দেববর্মা। তিনি আরো জানিয়েছেন এই পানীয় জলের ফিল্টার চালু হলে এলাকাবাসীরা দারুণভাবে উপকৃত হত। এখানে রয়েছে একটি স্কুল ও। স্কুলের ছাত্র ছাত্রীরা ও উপকৃত হত এই ফিল্টারের পানীয় জলে। এলাকাবাসীরা বুঝে উঠতে পারছেন না এই ফিল্টারটির নির্মাণ কাজ আদৌ সম্পূর্ণ শেষ হয়েছে কিনা । তিনি আরো বলেন এই ফিল্টারের নির্মাণ কাজ আদৌ শেষ হয়েছে কিনা কিংবা নির্মাণ কাজ শেষ হয়ে গেলে কেন পানীয় জল পরিষেবা পাচ্ছেন না এলাকাবাসী তা বলতে পারবেন একমাত্র নেতা-মন্ত্রীরাই। কাইন্তাকোবরা এলাকার জনগণ সংশ্লিস্ট দপ্তরের কাছে দাবি জানান যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য।