Friday, April 25, 2025
বাড়িরাজ্যফিল্টার থাকলেও জল আসে না, নজিরবিহীন চিত্র মান্দাইয়ে

ফিল্টার থাকলেও জল আসে না, নজিরবিহীন চিত্র মান্দাইয়ে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : পানীয় জলের ফিল্টার আছে।  কিন্তু জল নেই। নজির বিহীন এই ঘটনা মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তাকোবরা এলাকায়। প্রায় ৫-৬ মাস আগে মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তাকোবরা এলাকায় স্থানীয় জনগণের পরিশুদ্ধ পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয় সরকারি তহবিলের অর্থে ।

এই ফিল্টার নির্মাণের প্রায় ৫-৬ মাস পেরিয়ে গেলেও নল দিয়ে পানীয় জলের ফোটা বেরিয়ে আসতে দেখতে পাচ্ছেন না কাইন্তাকোবরা পাড়ার বাসিন্দারা । এমনটাই জানিয়েছেন এলাকারই এক বাসিন্দা বিশু কুমার দেববর্মা। তিনি আরো জানিয়েছেন এই পানীয় জলের ফিল্টার চালু হলে এলাকাবাসীরা দারুণভাবে উপকৃত হত। এখানে রয়েছে একটি স্কুল ও। স্কুলের ছাত্র ছাত্রীরা ও উপকৃত হত এই ফিল্টারের পানীয় জলে। এলাকাবাসীরা বুঝে উঠতে পারছেন না এই ফিল্টারটির নির্মাণ কাজ আদৌ সম্পূর্ণ শেষ হয়েছে কিনা । তিনি আরো বলেন এই ফিল্টারের নির্মাণ কাজ আদৌ শেষ হয়েছে কিনা কিংবা নির্মাণ কাজ শেষ হয়ে গেলে কেন পানীয় জল পরিষেবা পাচ্ছেন না এলাকাবাসী তা বলতে পারবেন একমাত্র নেতা-মন্ত্রীরাই। কাইন্তাকোবরা এলাকার জনগণ সংশ্লিস্ট দপ্তরের কাছে দাবি জানান যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য