স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : বুধবার নীতি আয়োগের প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক করেন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি এবং একাডেমি অফ ত্রিপুরার প্রতিনিধিদের সাথে। নীতি আয়োগের প্রতিনিধি দলের রয়েছেন নীতি আয়োগের সদস্য ডঃ ভি.কে সরস্বতা, সিনিয়র এডভাইজার রাজীব কুমার সেন, ডেপুটি সেক্রেটারি হেমন্ত কুমার মিনা সহ অন্যান্যরা।
এইদিনের মিটিং-এ আলোচনা করতে গিয়ে নীতি আয়োগের সদস্য ডঃ ভি.কে সরস্বতা বলেন ত্রিপুরা রাজ্যের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে শিল্প ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে বাঁশ, রাবার, আগর, আনারস রয়েছে পর্যাপ্ত পরিমাণে। এই গুলিকে কেন্দ্র করে শিল্প গড়ে উঠার সম্ভাবনা রয়েছে। যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নয়ন হয়েছে ত্রিপুরা রাজ্যে। রাজ্যে শিল্পের উন্নয়নে প্রয়োজন অনুযায়ী নীতি আয়োগ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।