স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : বুধবার গভীর রাতে ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী হরি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করে চোরের দল। মন্দিরের মূল ফটকের তালা ভেঙে চোরের দল মন্দিরের অভ্যন্তরে থাকা প্রতিমার দুটি মাথার রুপোর চুড়া ও একটি স্বর্ণের বাঁশি চুরি করে নিয়ে যায়। এছাড়াও মন্দিরের প্রানামি বাক্স ভেঙে চোরের দল টাকা নিয়ে যায়।
মন্দিরের পুরোহিত ওমর চক্রবর্তী জানান তিনি সকাল ৭ টা নাগাদ ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। পরে তিনি ঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমার পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা সহ অন্যান্য পুলিশ অফিসাররা। ধর্মনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চোরের দল চুরি করার আগে মন্দিরে থাকা সিসিটিভি ক্যামেরার তার কেটে দিয়েছে। জেলা পুলিশ সুপার জানান এই চুরি কাণ্ডের খবর ধর্মনগর বাসীর জন্য একটি দুঃসংবাদ। দুইটি রুপোর চুড়া সহ একটি স্বর্ণের বাঁশি ও প্রনামি বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্তক্রমে চোরদের আটক করা হবে।