স্যন্দন ডিজিটাল ডেস্ক,১৮ ডিসেম্বর : খাদ্য ও জনসংভরণ দফতরে করণিক পদে আরও ৩৭ জনকে চাকুরীর নিয়োগ পত্র তুলে দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। নবাগতদের হাতে চাকরির অফার তুলে দিয়ে খাদ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা ও গ্রহণ করে। সেগুলো বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মচারীদের।
প্রত্যেককে সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করার অঙ্গীকার গ্রহণ করতে তিনি পরামর্শ দিয়েছেন। খাদ্যমন্ত্রী এদিন অফার প্রাপকদের উদ্দেশ্যে বলেন, সরকারি ও বেসরকারি চাকুরীর মধ্যে অনেক তফাৎ। রাজ্য সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যোগ্য প্রত্যাশীদের হাতে চাকুরীর অফার তুলে দিচ্ছে ।
আজ সচিবালয়ের ২নং কনফারেন্স হলঘরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন ৩৭জন প্রত্যাশীদের হাতে নিয়োগ পত্র তুলে দিয়েছেন খাদ্যমন্ত্রী।এদিন তিনি অফার প্রাপকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, সময় মতো অফিসে এসে কাজ সম্পূর্ণ করার বড় দায়িত্ব। পাশাপাশি জনগণকে হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য করা।এদিন তিনি সকলের সুস্বাস্থ্য – সফল কর্মজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি তাদের কর্মজীবনের সাফল্যও কামনা করেন।