Saturday, June 14, 2025
বাড়িরাজ্যত্রিপুরার প্রান্তিক জনপদের অন্তিম ব্যক্তির কাছে সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে...

ত্রিপুরার প্রান্তিক জনপদের অন্তিম ব্যক্তির কাছে সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে : প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী

কুমারঘাট, ১৮ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার প্রান্তিক জনপদের অন্তিম ব্যক্তির কাছে সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। সোমবার কুমারঘাট ব্লকের কাঞ্চনবাড়ির ধনসিং চৌধুরী স্মৃতি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্বোধন করে প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐকান্তিক প্রচেষ্টায় দেশের প্রান্তিক জনপদের মানুষের কাছে জনমুখী প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। কেন্দ্রীয় সরকার দেশের সার্বিক বিকাশে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। জনকল্যাণে রূপায়িত হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, স্বচ্ছ ভারত মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ, জল জীবন মিশন, সৌভাগ্য যোজনা, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প। এ সমস্ত প্রকল্পে রাজ্যের জনগণ উপকৃত হচ্ছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সদস্যা সুনীতি দত্ত, কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেলি ভট্টাচার্য, কুমারঘাট ব্লকের বিডিও ডা. সুদীপ ভৌমিক, ডিসিএম গোবিন্দ সরকার প্রমুখ। প্রসঙ্গত, অনুষ্ঠানে কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির তথ্য সম্বলিত ভ্রাম্যমান প্রচার গাড়িটিকে স্বাগত জানান প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য অতিথিরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য