Saturday, January 25, 2025
বাড়িরাজ্যবিরোধী শিবিরে ভাঙ্গন   ,১১০০ ভোটার ভাজপায়

বিরোধী শিবিরে ভাঙ্গন   ,১১০০ ভোটার ভাজপায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক,১৮ ডিসেম্বর : লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী শিবিরে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। শাসক দল বিজেপি নিজেদের খড় ঘোছাতে রাজ্যের বিভিন্ন স্থানে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। লোকসভা নির্বাচনের প্রাকমুহুর্তে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শাসকদলের পতাকা তলে শামিল হওয়ার হিড়িক পড়েছে। বিরোধী শিবির ছেড়ে একের পর এক  শাসক শিবিরে এসে উন্নয়নমূলক কাজের অংশীদার হতে অঙ্গীকার গ্রহণ করছেন দলে দলে মানুষ ।ফের বিরোধী দল সিপিএম ও তিপ্রা মথায় বড়সড় ভাঙন দেখা দিয়েছে।

 কাঞ্চনপুরের দশদায় বিজেপি জনজাতি মোর্চা কাঞ্চনপুর মন্ডল কমিটির উদ্যোগে যোগদান সভায় ২৯৮ পরিবারের প্রায় ১১০০ জন ভোটার পদ্ম শিবিরে যোগদান করেছেন। তাঁদের দলে বরণ করে নিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।এদিন রাজীব ভট্টাচার্য্য বলেন, আগামী ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি জনজাতি মোর্চা কাঞ্চনপুর মন্ডল কমিটি সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেছে। তারই অঙ্গ হিসেবে বিজেপি জনজাতি মোর্চা কাঞ্চনপুর মন্ডল কমিটির উদ্যোগে সোমবার দশদা দূর্গা মন্ডপ প্রাঙ্গণে এক যোগদান সভার আয়োজন করা হয়েছে। এদিন আয়োজিত যোগদান সভায় উপস্থিত ছিলেন উপজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববরর্মা, বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপি জনজাতি মোর্চার মন্ডল সভাপতি বিমানজয় রিয়াং।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য