Monday, January 13, 2025
বাড়িরাজ্যজনজাতি সুরক্ষা মঞ্চের  রেলি গভীর   ষড়যন্ত্র মূলক ,অভিযোগ  কংগ্রেসের

জনজাতি সুরক্ষা মঞ্চের  রেলি গভীর   ষড়যন্ত্র মূলক ,অভিযোগ  কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক,১৮ ডিসেম্বর।।জনজাতি সুরক্ষা মঞ্চ ২৫ ডিসেম্বর ক্রিসমাস ডেতে যে রেলি কর্মসূচি  নিয়েছে তা গভীর ষড়যন্ত্রমূলক বলে অভিযোগ এনেছে কংগ্রেস। এ বিষয়ে নিয়ে আবারো কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। এই রেলিকে গভীর চক্রান্তমূলক ও সুদূরপ্রসারী ষড়যন্ত্র বলে অভিযোগ কংগ্রেসের কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সচেতন মানুষদের সতর্ক থাকার আহবানও জানিয়েছে কংগ্রেস।

 সোমবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে লের এই বক্তব্য জানিয়েছেন কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী। ২৫ ডিসেম্বর বড়দিনের উৎসব মুখর দিনে রাজ্যের বুকে এক অস্থির পরিস্থিতি তৈরী করার গভীর চক্রান্ত চলছে। জনজাতি মঞ্চের নামে আহূত রেলি কর্মসূচির আড়ালে আসলে রয়েছে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত  বলে গুরুতর অভিযোগ এনেছে কংগ্রেস দল। সোমবার আগরতলায় কংগ্রেস ভবনে   প্রতিক্রিয়ায় দলের অবস্থান পুনরায় স্পষ্ট করেছে  কংগ্রেস দল। কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী সাংবাদিকদের জানান, এক অদ্ভূত যুক্তির ভিত্তিতে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে। বিভাজনের রাজনীতির অঙ্গ হিসাবে এই খেলায় নেমেছে মঞ্চ।

তাঁর মতে, এই দাবি অসংবিধানিক। মঞ্চের এই কর্মসূচি নিয়ে প্রবীর চক্রবর্তী সাফ জানিয়ে দেন, কংগ্রেস মনে করে এই কর্মসূচির আড়ালে একটা বড় রাজনৈতিক দূরভিসন্ধি রয়েছে। যার ফল হবে সুদূরপ্রসারী। বেশ ঠান্ডা মাথায় রাজনৈতিক লাভালাভের কারনেই এই পরিকল্পনা করা হয়েছে। প্রবীর চক্রবর্তী এদিন জে আর বি টির মাধ্যমে নিয়োগ নিয়ে প্রতিক্রিয়ার বলেন, এই নিয়োগে দূর্নীতি হয়েছে। ইতিমধ্যেই ৫ জন বঞ্চিত প্রার্থী উচ্চ আদালতে মামলা করেছেন। কংগ্রেস কারোর চাকুরী বাতিলের দাবি করছে না। বরং কংগ্রেস দাবি করছে নিয়োগে মেধা তালিকায় যারা রয়েছেন তাঁদের প্রত্যেককে চাকুরি দিতে হবে। নিয়োগ নিয়ে তদন্ত দাবি করে প্রবীর চক্রবর্তী রাজ্য সরকারের উপর অনাস্থা রেখে নিয়োগ কান্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন। তার মতে , বিচার বিভাগীয় তদন্ত হলে আসল চিত্র উঠে আসবে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর চাকুরির অফার বিলি নিয়ে উস্মা প্রকাশ করে প্রবীর চক্রবর্তী বলেন, এ কি কান্ড দেখছে রাজ্যবাসী! চাকুরীর অফার মনোনীত ব্যাক্তির বাড়ির ঠিকানায় ডাক যোগে আসার বিধিই দেখে আসছেন রাজ্যের মানুষ। এটাই নিয়ম। এখন  সেই অফার বিলি করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে প্রবীর বাবর মন্তব্য, কি অদ্ভুত পরিস্থিতি কায়েম করেছে ওরা! এই দৃশ্য কখনো দেখেননি রাজ্যের সাধারন মানুষ। রাজ্যের জনগণ এসব বিষয়ের যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য