স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ জুন : ১৫ জুন প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য স্তরের ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা করা হবে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলাতেও অনুষ্ঠিত হবে। শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডঃ বিশাল কুমার। তিনি জানান, এটি জনজাতি অধ্যুষিত অঞ্চল গুলির উন্নয়নের লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ। এই কর্মসূচির আওতায় রয়েছে পশ্চিম ত্রিপুরার ৩৫ টি গ্রাম। ১৫ জুন থেকে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত রাজ্যব্যাপী একটি সচেতনতা এবং সুবিধা সম্পৃক্ততা অভিযান পরিচালনা করতে চলেছে। যার নাম “ধরতি আবা জনভাগীদারি অভিযান”।
গ্রাম এবং জনবসতি পর্যায়ে আয়োজিত এই শিবিরগুলির মূল উদ্দেশ্য হলো সরকারের সকল কর্মসূচি পৌঁছে দেওয়ার এবং DAJGUA-এর উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই শিবির গুলিতে বিভিন্ন পরিষেবা ও সুবিধা দেওয়া হবে। যেমন আধার কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, পি.আর.টি.সি, আয়ুষ্মান ভারত কার্ড, টিকাদান, জন ধন অ্যাকাউন্ট, কিষাণ ক্রেডিট কার্ড, PM-KISAN, PMJJBY/PMSBY বীমা, বিভিন্ন ভাতা, ICDS সুবিধা ইত্যাদি প্রদান করা হবে। এই অভিযানের লক্ষ্য হলো, ২০২৫ সালের ২ অক্টোবরে DAJGUA-র প্রথম বার্ষিকী উদযাপন করা উপলক্ষ্যে আধার, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জনধন, প্রধানমন্ত্রী কিষাণ ইত্যাদি সমস্ত ব্যক্তিগত সুবিধাভোগী প্রকল্পে ১০০ শতাংশ সুবিধা সুনিশ্চিত করা। ২০২৪ সালে DAJGUA-র সূচনার পর থেকে রাজ্যের ৩৯২ টি রাজস্ব গ্রামে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। DAJGUA-এর অধীনে প্রদান করা বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা গুলির সুবিধা গ্রহণের জন্য, সকল যোগ্য বেনিফিসিয়ারিদের শিবির গুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহবান জানান তিনি।