আগরতলা, ২ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে। প্রথা মেনে ইংরেজি বছরের প্রথম অধিবেশনের সূচনা হবে রাজ্যপালের ভাষণ দিয়ে। সূত্রের খবর, বাজেট অধিবেশনে ল ইউনিভার্সিটি বিল সহ বেশ কয়েকটি বিল আনবে ত্রিপুরা সরকার।
ত্রিপুরা বিধানসভার সচিবালয় থেকে জানা গেছে, আগামী ১৭ মার্চ থেকে দ্বাদশ ত্রিপুরা বিধানসভার একাদশতম অধিবেশন শুরু হবে। ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (১) ধারায় রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য এই অধিবেশন আহ্বান করেছেন। ওই অধিবেশনে ত্রিপুরার অর্থমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করবেন।