Monday, February 10, 2025
বাড়িজাতীয়বিশ্বজুড়ে অনেক পরিবর্তন আসবে, ভারতেরও অসীম গুরুত্ব বৃদ্ধি পাবে: প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে অনেক পরিবর্তন আসবে, ভারতেরও অসীম গুরুত্ব বৃদ্ধি পাবে: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): বিশ্বজুড়ে পরিবর্তন আসবে অনেক, ভারতেরও অসীম গুরুত্ব বাড়বে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার কেন্দ্রীয় বাজেট নিয়ে বিজেপি কর্মী ও নেতাদের উদ্দেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতের প্রতি বিশ্বের পরিবর্তিত দৃষ্টিভঙ্গির সঙ্গে তালমিলিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে দেশকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত অপরিহার্য।”

 মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার বাজেটের ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, “কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটের ব্যাপকতার পরিপ্রেক্ষিতে একটি সময়োপযোগী পদ্ধতিতে ব্যাপকভাবে ব্যাখ্যা করেছেন। আমি আজ বাজেটের গুরুত্বপূর্ণ দিকগুলিতেও ফোকাস করার চেষ্টা করব।”

ভার্চুয়ালি বক্তব্য রেখে প্রধানমন্ত্রী বলেছেন, “করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই করেছে গোটা দেশ। এবার আমাদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। করোনাকালেও ভারতের অর্থনীতি আরও মজবুত হয়েছে। গত ৭ বছরে ভারতের রফতানি বেড়েছে। বৈদেশিক মুদ্রার তহবিল রেকর্ড বৃদ্ধি পেয়েছে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ অনেক গুণ বেড়েছে।” প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বজুড়ে অনেক পরিবর্তন আসবে, ভারতের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।” তিনি আরও বলেন, এবারের বাজেট অর্থনীতিকে আরও গতি দেবে। গরিবদের কথা মাথায় রেখে এবারের বাজেট। ঘরে ঘরে পানীয় জল পৌঁছানোর লক্ষ্যে দ্রুত গতিতে এগোচ্ছি আমরা। গরিবদের জন্য ৮০ লক্ষ বাড়ি তৈরি হবে। অধিকাংশ বাড়িই মহিলাদের নামে নথিভূক্ত। কারণ, নারীদের আত্মনির্ভর করাই আমাদের লক্ষ্য। স্টার্ট আপের ক্ষেত্রে কর ছাড়ের ঘোষণা হয়েছে। মোদী আরও বলেন, গোটা বিশ্ব ভারতকে আরও শক্তিশালী দেখতে চায়। সীমান্তবর্তী গ্রামগুলিতে উন্নয়নে জোর দিতে হবে। সেখানে এনসিসি কেন্দ্র গড়ে তোলা হবে। পড়ুয়াদের এনসিসি প্রশিক্ষণ দেওয়া হবে। ভারতের কৃষিকেও আধুনিক করতে হবে। কিষাণ রেলের সুবিধা পেয়েছেন কৃষকরা। ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কেনায় আমরা রেকর্ড গড়েছি। ছোট কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেছেন, “একটি স্বনির্ভর ও আধুনিক ভারত গড়ে তোলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। বিগত ৭ বছরে গৃহীত সিদ্ধান্তগুলির কারণে ভারতের অর্থনীতি ক্রমাগত প্রসারিত হচ্ছে।…বাজেট প্রশংসিত হয়েছে। ৭ বছর আগে, ভারতের জিডিপি ছিল ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা। কিন্তু বর্তমানে তা প্রায় ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকা হয়েছে। এমনকি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৬৩০ বিলিয়ন হয়েছে। এ সবই আমাদের সরকারের কার্যকর নীতির কারণে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য