স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলে রবিবার ৯ বনমালীপুর ভারতীয় জনতা পার্টির মন্ডলের মহিলা মোর্চার উদ্যোগে স্ব-সহায়ক দলের মহিলাদের নিয়ে এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই মহা সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।
বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলোর সুযোগ-সুবিধা সমাজের সকল অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। কেন্দ্রে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার এবং রাজ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে সরকার অর্থাৎ ডবল ইঞ্জিনের সরকার চায় মহিলাদের উন্নয়ন। এই ডবল ইঞ্জিনের সরকার চায় রাজ্যের প্রতিটি অংশের মানুষের উন্নয়ন। ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য বস্তুর মধ্যে রয়েছে মাতৃ শক্তির উত্তরণ। বিভিন্ন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের মধ্য দিয়ে মাতৃ শক্তিকে বাস্তবায়নের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর স্বপ্নে রয়েছে আত্মনির্ভর ভারত গড়া।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছিলেন দেশের গরীব অংশের মহিলাদের জিরো ব্যালেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট করতে হবে। সরকারি প্রকল্প গুলোর সুযোগ সুবিধার পরিপ্রেক্ষিতে মহিলারা যাতে আর্থিক দিক থেকে উপকৃত হন এর জন্য ব্যাংকের একাউন্টের মাধ্যমে যাতে মহিলারা প্রদেয় অর্থ পেয়ে থাকেন এর ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা সত্যিই ভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কারণেই উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সিলিন্ডার এর মধ্য দিয়ে উপকৃত হয়েছেন দেশের গরীব অংশের মহিলারা। সংখ্যালঘু মুসলিম অংশের মেয়েরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে এর জন্য তিন তালাক বাতিল করার মতো গুরুত্বপূর্ণ কাজটি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে পুরুষদের তুলনায় মহিলারা তিন শতাংশ বেশি ভোট প্রদান করেছেন ভারতীয় জনতা পার্টিকে।
এই তিন শতাংশ বেশি ভোট পাওয়ার কারণেই ত্রিপুরায় দ্বিতীয় বারের মতো সরকার প্রতিষ্ঠা করেছে ভারতীয় জনতা পার্টি। এর জন্য মহিলাদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন বাম আমলে রাজ্যে মাত্র চার হাজার মহিলাদের স্ব সহায়ক দল ছিল। আর বর্তমানে এর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৬ হাজারের উপর। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন স্ব সহায়ক দলগুলোর মহিলাদের ব্যাংকের ঋণের মধ্য দিয়ে আর্থিক দিক থেকে আরো বেশি সমৃদ্ধ করে তোলার প্রতিশ্রুতি দেয়। এদিন এই মহাসম্মেলনে উপস্থিত ছিলেন কর্পোরেটর সুখময় সাহা, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা সহ আরো অনেকেই।