Thursday, January 16, 2025
বাড়িরাজ্যটি.এস.আর-এর সুনাম ধুলোয় মিশিয়ে দিল এক জওয়ান

টি.এস.আর-এর সুনাম ধুলোয় মিশিয়ে দিল এক জওয়ান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : আবারো মদের নেশায় বুদ হয়ে রাজ্যের গর্ব রাষ্ট্রপতি কালার্সপ্রাপ্ত টি.এস.আর-এর সুনাম ধুলোয় মিশিয়ে দিল এক টিএসআর জওয়ান। মাতাল টি.এস.আর জওয়ানের নাম বিজয় চন্দ্র দাস। জানা যায় তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকা থেকে তেলিয়ামুড়া থানার পুলিশের নিকট সংবাদ পৌছায় খাকি উর্দিধারি এক টি.এস.আর জওয়ান তেলিয়ামুড়া-খোয়াই সড়কের পাশে মাত্রাতিরিক্ত মদ্যপান করে মাতলামি করছে।

সাধারণ মানুষজ ঐ টি.এস.আর জওয়ানকে আটক করে রাখে। ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যায়। পরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ গুণধর টি.এস.আর জওয়ান বিজয় চন্দ্র দাসকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়। জানা গেছে টি.এস.আর ষষ্ঠ বাহিনীতে কর্মরত গুণধর এই জওয়ান। উদয়পুর থেকে পেশাগত দায়িত্ব শেষ করে আকণ্ঠ মদ্যপান করে সে তেলিয়ামুড়া হয়ে খোয়াই গৌরাঙ্গটিলার দিকে যাচ্ছিল। কিন্তু সে মদের নেশায় ঠিক ভাবে দাঁড়াতেই পারছিল না। মদমত্ত এই গুণধর টি.এস.আর জোয়ানকে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষা করায়। জানা যায় তেলিয়ামুড়া থানার পুলিশ এই গুণধর টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। মদমত্ত টিএসআর জওয়ান নিজে স্বীকার করে ক্যাম্প থেকে সে আকণ্ঠ মদ্যপান করে এসেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য