স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : গরু চুরির লাগাম টানতে এয়ারপোর্ট থানার দ্বারস্থ বাম বিধায়ক সুদীপ সরকার। সম্প্রতি এয়ারপোর্ট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা দিনের পর দিন বেড়েই চলছে । গরু চুরির কান্ড রুখতে এবং চুরি যাওয়া গরু গুলি উদ্ধার করতে সম্পূর্ণ ব্যর্থ পুলিশ।
বিগত কয়েক মাস ধরে এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধীগ্রাম ,ছনমুড়ি, তুফানিয়ালুঙ্গা,হাতি পাড়া, বড়জলা বিধানসভার একাধিক এলাকায় রাতের আঁধারে গরু চোরের দল অসহায় মানুষের আয়ের একমাত্র সম্বল হিসেবে গরুগুলো রাতের বেলায় গাড়ি নিয়ে এসে চুরি করে নিয়ে যায়। কিন্তু পুলিশ আজ পর্যন্ত একটি চুরি কাণ্ডে ও গরুগুলি উদ্ধার কিংবা কোনো গরু চোরকে সনাক্ত বা তাদের যানবাহনকে চিহ্নিত করতে পারেনি।
যার কারণে প্রচুর অসহায় মানুষ তাদের আয়ের একমাত্র সম্বল হারিয়ে এখন আর্থিক সংকটের মুখে। রবিবার এই সকল গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ মন্ডলের সঙ্গে দেখা করেন বড়জলা বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক সুদীপ সরকার। এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সম্প্রতি এয়ারপোর্ট থানা এলাকা গুলিতে সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়েই চলছে। এই গরু চুরির ঘটনায় লাগাম টানতে এবং রাতে পুলিশি টহলদারী বৃদ্ধি করা সহ একাধিক বিষয় নিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। চুরি যাওয়া গরু গুলো উদ্ধার করার পাশাপাশি রাতের বেলায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুলিশের টহলদারি বাড়ানোর বিষয় নিয়েও তিনি দৃষ্টি আকর্ষণ করেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের। তিনি জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাকে আশ্বস্ত করেছেন রানির বাজার কিংবা জিরানিয়া এলাকার যে সমস্ত গরু বেপারীরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করবে। চুরির পর গরু গুলো কোথায় যাচ্ছে সেগুলো খতিয়ে দেখা হবে।