স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : ২০২৪ সালের ২২ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে রাম মন্দির। তার আগে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি লিফলেট ও প্রসাদ নিয়ে বাড়ি বাড়ি যাবে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা।
রবিবার বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা উপ প্রান্তের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা। পূজা শেষে ৮ জেলার জন্য ৮ টি কলসি বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরতাদের হাতে তুলে দেওয়া হয়। বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা উপ প্রান্তের সভাপতি সচিন কলই জানান ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরতারা এই কলসি নিয়ে বাড়ি বাড়ি যাবে। এবং ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবে।