স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ডিসেম্বর : সারা দেশে মোট ২ লক্ষ ৭০ হাজার পঞ্চায়েত রয়েছে। প্রত্যেক নাগরিক যেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পায় সেই জন্যই বিকশিত ভারত প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলায় চড়কবাই গ্রাম পঞ্চায়েতের অধীন জোলাইবাড়ি আরডি ব্লকে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।এদিন তিনি বলেন, সমাজের অন্তিম ব্যক্তির কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিতে ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে বিকশিত ভারত প্রকল্প যাত্রা। সাধারণ মানুষকে সুবিধা প্রদানে ক্ষেত্রে মোট ১৮টি প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানেই গ্যারান্টি।২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি জোট সরকার গঠন হওয়ার পর থেকে রাজ্যবাসীকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার শুরু হয়েছিল। তাছাড়া, প্রধানমন্ত্রীর মুদ্রা লোন প্রকল্পে এখন পর্যন্ত রাজ্যের ২৬ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন।আগেরকার দিনে পঞ্চায়েত প্রধানের সাথে আবাস যোজনার জন্য কথা বলার স্বাধীন ছিল না। যাদের দরকার ছিল তাঁদের সুযোগ সুবিধা দেওয়া হত না। তখন ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিরাই সরকারি সুযোগ সুবিধা ভোগ করতেন। বর্তমানে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন। ডাবল ইঞ্জিন সরকারের অন্যতম প্রয়াস বলে তিনি উল্লেখ করেন।