স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : রবিবার রাজধানীর শিবনগর স্থিত গেদু মিয়া মসজিদে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষে মুফতি তৈয়ীবুর রহমান জানান ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের নিয়ম রয়েছে একটি কমিটির মেয়াদ শেষ হওয়ার তিন মাস পূর্বে পরবর্তী কমিটির সভাপতির নাম ঘোষণা করতে হয়।
সেই মোতাবেক এইদিন পরবর্তী কমটির সভাপতি হিসাবে সর্ব সম্মতিক্রমে মাওলানা আশরাফ আলীর নাম প্রস্তাব করা হয়। তিনি সাংবাদিক সম্মেলনে আরও জানান আগামী টার্মে নতুন করে ১ লক্ষ ২৫ হাজার সদস্য তৈরি করা হবে। পূর্ববর্তী সরকারের নিকট বহু দাবি জানানো হয়েছে। যে গুলি পূরণ করা হয় নি। সেই দাবি গুলি পূরণ করার জন্য বর্তমান সরকারের নিকট আহ্বান জানান তিনি।