Monday, February 17, 2025
বাড়িরাজ্যসময়সীমা বেঁধে দিল নিগম, ক্ষোভ ব্যবসায়ীদের মধ্যে

সময়সীমা বেঁধে দিল নিগম, ক্ষোভ ব্যবসায়ীদের মধ্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : বাঁশ বাজার ব্যবসায়ীদের জমি ছাড়ার জন্য বুধবার আগরতলা পুর নিগমের সাউথ জোনের পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়। বলা হয়েছে বুধবার রাত বারোটার মধ্যে যেন বাঁশ বিক্রেতারা নিজেদের সামগ্রী সরিয়ে নিয়ে যেন সরে যায়। নাহলে নিগম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 বুধবার দুপুরে বাঁশ বাজারে মাইকিং করে যাওয়ার পর সৃষ্টি হয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ। এদিন সন্ধ্যায় বাজারে সাংবাদিক সম্মেলন করে ব্যবসায়ী সোহেল হোসেন জানান, দীর্ঘ ৫০ বছরের অধিক সময় ধরে ব্যবসায়ীরা এই ব্যবসার উপর নির্ভর। বিগত বছরের মার্চ মাসে তাদের নোটিশ দেওয়া হয় যেন তারা তাদের সামগ্রী নিয়ে এখান থেকে সরে যায়। বিষয়টি প্রতিবাদ জানিয়ে উচ্চ আদালতে মামলা রুজু করলে তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয় ডুকলি এলাকায়। তারপর তারা সেখানে ব্যবসা করতে যাওয়া নিয়ে দ্বিমত পোষণ করলে নিগম তাদের পছন্দের জায়গায় ব্যবসা করতে দেয় নি। এ নিয়ে উচ্চ আদালতে মামলা স্থিতাবস্থা রয়েছে।

কিন্তু এর মধ্যে গত জানুয়ারি মাসে পুনরায় তাদের নিগমের সাউথ জোনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। কিন্তু যেহেতু মামলাটি স্থিতাবস্থা রয়েছে তাই তারা সেখান থেকে সরে যেতে নারাজ। উচ্চ আদালতের চূড়ান্ত শুনানি হলে যে রায় দেবে সেই তারা রায় মেনে নেবে। কিন্তু দেখা গেছে তারপরেও উচ্চ আদালতকে অবজ্ঞা করে চলছে নিগমের সাউথ জোন। এবং আজকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে তাতে তীব্র নিন্দা জানানো হচ্ছে। কারণ বাজারে একজন ব্যবসায়ীর সাথে ৪০ জন শ্রমিক জড়িত। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পাঁচ হাজারের অধিক মানুষ এই বাজারের সাথে জড়িত। তাদের পরিবার পরিচালনা হয় এই ব্যবসার মাধ্যমে। উচ্চ আদালতে অবজ্ঞা করে যদি তাদের উচ্ছেদ করা হয় তাহলে সরকারের বিরুদ্ধে তারা মামলা করবে বলে হুশিয়ারি দেন সোহেল হোসেন। তিনি আরো বলেন একটা তুঘলকী সরকার চলছে। জনগণের ভোটে প্রতিষ্ঠিত হয়ে গরিবের পেটে লাথি দিতে বসেছে। জনগণকে মারতে প্রস্তুত তারা। ১৯৮৮ সালে পুনর্বাসনের পর তারা একাধিকবার সরকারের কাছে গিয়েছে ব্যবসায়ীরা। কিন্তু তাদের বলা হয়েছিল নদীর তীরবর্তী এলাকায় কোন ধরনের কনস্ট্রাকশনের কাজ হবে না। তাই তারা এখানে ব্যবসা করার জন্য। কিন্তু বর্তমান সরকার আসার পর তাদের পেটে লাথি মারা প্রয়াস নেওয়া হয়েছে। তারা প্রয়োজনে রাস্তায় নামবে বলে এদিন হুঁশিয়ারি দেন এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য