স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : শুধু বক্তৃতায় পাশে আছি বললে চলবে না। মানুষের বিপদের সময় সাহায্য করতে পাশে দাঁড়াতে হবে। আর এটাই প্রকৃত বন্ধুর পরিচয়। বুধবার এস এফ আই এবং ডি ওয়াই এফ আই পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবিরে একথা বলেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির অফিসে। রাজ্যে রক্তের সংকট রয়েছে।
সরকারের উদ্যোগে যথেষ্ট ঘাটতি আছে। এর থেকে বের হয়ে আসতে জনগণের বড় ভূমিকা নিতে হবে বলে জানান মানিক সরকার। তিনি বলেন রক্তদানে পূর্বেও দুর্বৃত্তরা বাধা সৃষ্টি করেছে। এমনকি দলীয় অফিসটি উপর পর্যন্ত আঘাত এনেছে। কিন্তু রুখতে পারেনি রক্তদান শিবির। চ্যালেঞ্জ নিয়ে সারা রাজ্যে বাম ছাত্র যুবরা রক্তদান করে চলেছে। আর আগামীদিনেও রক্তের ঘাটতি মেটাতে তারা রক্ত দান করবে। এবং রক্ত দানের পাশাপাশি তারা যেন চক্ষুদান ও দেহদানের দিকে গুরুত্ব দেয় তার জন্য আহ্বান জানান বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন যারা রক্তদানে এগিয়ে এসেছে তাদের অভিনন্দন জানান বিরোধী দলনেতা মানিক সরকার। তাদের সাথে কথা বলে উৎসাহিত করেন তিনি। রক্তদান শিবির রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।