স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ডিসেম্বর : কৃষক ও শ্রমজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট ৭ দফা দাবিতে জেলা শাসক মারফৎ মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিল বাঙালি কর্ষক ও শ্রমজীবী সমাজ।
শনিবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন পশ্চিম জেলার জেলা শাসকের কাছে। তাদের তাদের মধ্যে রয়েছে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও শ্রমজীবীদের সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণ, কৃষিকে শিল্পের মর্যাদা দিয়ে কৃষি পণ্য জিনিসের সঠিক মূল্য নির্ধারণ, সমস্ত কৃষি ফসলকে কৃষি বিমার আওতায় আনতে হবে। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সচিব বিমল দাস সহ অন্যরা।