Monday, January 13, 2025
বাড়িরাজ্যগ্রেপ্তার করা হলো এন এল এফ টির ২ জঙ্গিকে

গ্রেপ্তার করা হলো এন এল এফ টির ২ জঙ্গিকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর। রিয়াং শরণার্থী শিবির থেকে অস্ত্র সমেত গ্রেপ্তার করা হলো এন এল এফ টির ২ জঙ্গিকে। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এই দুই জঙ্গির আশ্রয়দাতাকেও।

শনিবার ভোর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ এবং টিএসআর জোয়ানরা অভিযান চালায় কাছরাম পাড়ায়। উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী জানিয়েছেন অভিযান চালিয়ে কাছরাম পাড়া থেকে এনএলএফটির ২ কট্টর জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এন এল এফটির দুই কট্টর জঙ্গির নাম বনরাম রিয়াং এবং রায় বাহাদুর রিয়াং।

 তাদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল সহ তিনটি ম্যাগজিন, তিনটি মোবাইল এবং এন এল এফ টির রশিদ বুক ও নোটিশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ভারতীয় মুদ্রায় ৩৬০০ টাকা এবং বাংলাদেশী মুদ্রায় ৬৭৯ টাকা উদ্ধার করা হয়েছে।

স্বাভাবিকভাবে এই ঘটনা প্রমাণ করে দিয়েছে রিয়াং শরণার্থী শিবির সন্ত্রাসবাদীদের গোপন আস্তানায় পরিণত হয়েছে। রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য সরাসরি জঙ্গি বাহিনীকে মদত দিয়ে গভীর ষড়যন্ত্র করে চলেছে রিয়াং শরণার্থী শিবিরের একাংশ। বড় ধরনের নাশকতার ছক কষার নীল নকশা তৈরি করা হচ্ছে এই রিয়াং শরণার্থী শিবির থেকেই। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এনএলএফটির জঙ্গি ধরা পড়ার ঘটনাকে কেন্দ্র করে নড়ে চড়ে বসেছে রাজ্যের আরক্ষা প্রশাসন ও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য