স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : ডিউটি সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু এক টি এস আর জওয়ানের। বাইক দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে বারোটা নাগাদ মান্দাই এলাকায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জিবি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু বুধবার ভোর চারটা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন টি এস আর জওয়ান রাজেন্দ্র দেববর্মা।
রাজেন্দ্র দেববর্মা মন্ত্রী মনোজ কান্তি দেবের নিরাপত্তারক্ষী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান মন্ত্রী মনোজ কান্তি দেব। রাজেন্দ্র দেববর্মার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন দীর্ঘদিন ধরে এক পরিবারের মতো হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। উনার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাই পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবার-পরিজনদের হাতে তুলে দেয় পুলিশ। শোকের ছায়া নেমে আসে পরিবার-পরিজনদের মধ্যে।