স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর :আবারো ত্রিপুরা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভারের শূন্যপদ অবিলম্বে পূরণের দাবিতে রাস্তায় নামল বেকাররা। কিন্তু শুক্রবার মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে ব্যর্থ হল চাকুরি প্রত্যাশীরা।
এইদিন চাকুরী প্রত্যাশীরা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে জড়ো হয়। কিন্তু তাদের কাছে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কোন অনুমতি পত্র না থাকায় পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। চাকুরী প্রত্যাশীরা জানায় দীর্ঘ এক বছর ধরে তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু তারা দেখা করতে পারছে না। ২০২২ সালের মে মাসে তাদের শারীরিক পরীক্ষা হয়েছে। শারীরিক পরীক্ষার পর তারা লিখিত পরীক্ষায় বসে। কিন্তু লিখিত পরীক্ষার ফল এখনো প্রকাশ করা হয় নি। কেন ফল প্রকাশ করা হয় নি, বা কি করা হবে , এই বিষয়ে তারা কিছুই জানতে পারছে না। তাই তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা চালিয়ে আসছে। তাদের দাবি ত্রিপুরা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভারের শূন্যপদ অবিলম্বে পূরণ করা হোক।