স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর :বাল্য বিবাহ রুখতে উত্তর জেলার রানী বাড়ি চা বাগানের শ্রমিকদের সচেতন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। উত্তর জেলা সফরের দ্বিতীয় দিনে রাজ্যপাল রানীবাড়ি চা বাগানের শ্রমিকদের সাথে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্পে পাঁচজন সুবিধাভোগীর হাতে জমির পাট্টা তুলে দেন। এবং চা বাগানের শ্রমিকদের একাধিক বিষয়ে সচেতন করেন রাজ্যপাল।
জানা যায়, শুক্রবার সকালে রাজ্যপাল প্রথমে যান ধর্মনগর মহকুমার ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পে। সেখানে রাজ্যপালকে গার্ড অফ অনার প্রদান করা হয়। তারপর বিএসএফ ক্যাম্প সরজমিনে ঘুরে দেখেন রাজ্যপাল। বিএসএফ ক্যাম্প ঘুরে দেখার পর রাজ্যপাল সোজা চলে যান ব্রজেন্দ্র নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগী সহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেন রাজ্যপাল। হাসপাতালের চিকিৎসা পরিষেবার বিষয়ে খোঁজখবর নেন তিনি। তারপর তিনি চলে যান রানি বাড়ি চা বাগানে।
সেখানে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্পে পাঁচজন সুবিধাভোগীর হাতে জায়গার পাট্টা তুলে দেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন চা বাগানের শ্রমিকদের ঘর নির্মাণ করার জন্য রাজ্য সরকার জায়গা দিয়েছে। কেন্দ্রীয় সরকার ঘর নির্মাণের জন্য টাকা দিচ্ছে। তিনি চা বাগানের শ্রমিকদের প্রতি আহ্বান জানান তাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য। তিনি আরও বলেন ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা লাভের জন্য সরকার থেকে স্কলারশিপ প্রদান করা হয়। নিচু ক্লাসের পড়ুয়াদের জন্য দুপুরে স্কুলে খাবারের ব্যবস্থা রয়েছে। বাল্য বিবাহ সম্পর্কেও চা বাগানের শ্রমিকদের সচেতন করেন রাজ্যপাল। রানি বাড়ি চা বাগানের অনুষ্ঠান শেষে রাজ্যপাল চলে যান কদমতলা ব্লকে। কদমতলা ব্লকের কনফারেন্স হলে স্ব-সহায়ক দলের মহিলাদের সাথে মত বিনিময় করেন রাজ্যপাল রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সেখানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা।