স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর : রাজ্যের বিভিন্ন সমস্যা গুলিকে মানুষের সামনে তুলে ধরতে রাজ্য জুড়ে একমাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস। এই কর্ম সুচির অঙ্গ হিসাবে কংগ্রেস কর্মী সমর্থকরা প্রচার পত্র নিয়ে বাড়ি বাড়ি যাবে।
শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ কংগ্রেস কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে সাধারন মানুষের হাতে তুলে দেন লিফলেট। রাজ্যের বিভিন্ন সমস্যা গুলির বিষয়ে মানুষকে অবগত করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান রাজ্যের জনগণকে সচেতন করতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। একমাস ব্যাপী রাজ্য জুড়ে চলবে এই প্রচার কর্মসূচি। রাজ্য জুড়ে কংগ্রেস কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি যাবে। এবং মানুষকে সচেতন করবে। প্রদেশ কংগ্রেস সভাপতি এইদিন রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।