স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর : উমাকান্ত স্কুলের ১৩৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে উমাকান্ত একাডেমী এলামনির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়। এইদিন উমাকান্ত স্কুল থেকে শুরু হয় এই শোভা যাত্রা। এই শোভা যাত্রা রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।
উপস্থিত ছিলেন উমাকান্ত একাডেমী এলামনির সদস্য তথা আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী সহ অন্যান্যরা। আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী জানান শোভা যাত্রার পর এইদিন স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে অঙ্কন প্রতিযোগিতা। এইদিনের প্রতিযোগিতায় অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের উৎসাহ প্রদানের জন্য শংসাপত্র প্রদান করা হবে।