স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : গোপন খবরের ভিত্তিতে নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর বাঁশ বাগান কলোনি এলাকার এক নাবালিকা মেয়ের বিয়ের খবর পায় সদর মহকুমা প্রশাসন। আগামী শুক্রবার ছিল নাবালিকা মেয়েটির বিয়ে। সেই গোপন সংবাদের ভিত্তিতে বিয়ের আগের দিন বিকালে অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের সদস্যারা এবং পশ্চিম ত্রিপুরা জেলার চাইল্ড লাইনের কর্মীরা নাবালিকার মেয়েটির বাড়িতে যায়।
সেখানে গিয়ে নাবালিকার জন্মের প্রমাণপত্র দেখে নিশ্চিত হয় যে মেয়েটির বর্তমান বয়স ১৬ বছর ছয় মাস। শুক্রবার হাঁপানিয়া এলাকার এক যুবকের সাথে নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল। শিশু সুরক্ষা কমিশন এবং প্রশাসনের আধিকারিকরা ছেলের পরিবারের লোকজনদের খবর দিয়ে মেয়ের বাড়িতে আনে। সেখানে ছেলে এবং মেয়ে উভয় পক্ষকে বাল্যবিবাহ আইন সম্বন্ধে অবগত করেন। এবং ওই নাবালিকা মেয়েটির ১৮ বছরের আগে বিয়ে দেওয়া যাবে না বলে উভয় পক্ষ থেকে কড়া হুশিয়ারি দেন প্রশাসনের আধিকারিকরা।