স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : আগরতলা জিবি হাসপাতালের ইএনটি টিম শ্বাসনালীতে জটিল অস্ত্রোপচার সফলতার সঙ্গে করে দেখিয়েছে। এই টিমের নেতৃত্বে ছিলেন ডঃ বিপ্লব নাথ। ১ ফেব্রুয়ারী এই ঝুঁকিপূর্ণ অপারেশন জিবিপি হাসপাতালে সংঘটিত হয়। জানা যায় ১১ বছরের নিঝু দেববর্মা নামে এক কিশোরীর ফুসফুসে তেঁতুলের বিচি আটকে যায়।
বাড়ি সালেমা। খেলতে খেলতে আচমকা তেঁতুলের বিচি আটকে যায় ফুসফুসে। অচেতন অবস্থায় ধলাই জেলা হাসপাতালে আনা হলে সেখানে প্রান বাঁচানোর জন্য অস্ত্রপচার করা হয়। এরপর ধলাই জেলা হাসপাতাল থেকে স্থানান্তর করা হয় জিবি হাসপাতালে। ফুসফুসে এই বিচি আটকে পড়ায় শিশুটির শ্বাস প্রশ্বাস কলাপস হতে শুরু করে। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ অপারেশনের মাধ্যমে তা বের করতে সক্ষম হয়েছে চিকিৎসকরা। বুধবার এজিএমসি-র কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ডঃ বিপ্লব নাথ। তিনি আরও জানান ১ ফেব্রুয়ারী তাঁর ছেলের জন্মদিন ছিল। সেই দিন ঝুঁকিপূর্ণ অস্ত্রপচার করে একটি শিশূর জীবন বাঁচাতে পেতে খুশী তিনি। টিমের বাকী সদস্যদের সহযোগিতায় এই অস্ত্রপচার করা সম্ভব হয়েছে। সময় লেগেছে দেড় ঘণ্টা। ডাঃ বিপ্লব নাথ জানান এই ধরনের অস্ত্র পচার আগেও হয়েছে। কিন্তু এই ঘটনা বছরে এক আদাবার ঘটে। কিন্তু একটি শিশুর জীবন বাঁচানো বড় বিষয় বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন এম এস সঞ্জীব দেব্বর্মা, ডেপুটি এম এস শংকর চক্রবর্তী।