স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : ট্রাফিক প্রশাসন এবং আগরতলা পুর নিগমের চরম উদাসীনতার কারণে আবারো রাস্তায় দাঁড়িয়ে পথ অবরোধ করতে হলো ছাত্রছাত্রী, অভিভাবক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। রাজধানীর অন্যতম বনেদি স্কুল সখীচরণ বিদ্যানিকেতন স্কুলে পাঠরত ছাত্র-ছাত্রী প্রতিদিন আসতে সমস্যায় পড়ছে। স্কুলের প্রবেশপথে দাঁড় করিয়ে রাখা হচ্ছে লরি, এবং রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী।
ফলে স্কুলে প্রবেশ করতে ছাত্র-ছাত্রীদের বিলম্ব হচ্ছে আবার, কখনো কখনো মাটিতে পড়ে ব্যথা পেতে হচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেই ট্রাফিক প্রশাসনের। বিভিন্ন সময় বৈঠকে বসে শুধু মাত্র বড় বড় ডায়লগ দিয়ে চলেছেন প্রশাসনের আধিকারিকরা। বিগত কয়েক মাস আগে ছাত্রদের পথ অবরোধের পর ট্রাফিক দপ্তরের কর্মীরা দুদিন সক্রিয় ভূমিকা পালন করেছেন। স্কুলের সামনে কোন গাড়ি পার্কিং করতে দেওয়া হয়নি।
কিন্তু বর্তমানে আবার একে অবস্থা চলছে ট্রাফিক কর্মীদের। স্কুলের প্রবেশপথে দাঁড় করিয়ে রাখা লরি এবং ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। এ বিষয় নিয়ে বহুবার ট্রাফিক কর্মীদের অবগত করা হলেও তারা এ বিষয় নিয়ে কোন রকম পাত্তাই দিচ্ছে না বলে অভিযোগ অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। শেষ পর্যন্ত তারা পথ অবরোধে শামিল হয়েছে। এদিন তারা পথ অবরোধ থেকে সরকারের সমালোচনা করে অভিযোগ তোলেন কোন ভূমিকা নেই সরকারের। রাস্তায় যততত্র ভাবে নির্মাণ সামগ্রীও ফেলে রাখা হচ্ছে। কিন্তু কারোর কোন কড়া পদক্ষেপ নেই। নিগমের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছিল রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হলে এবং অলিগলিতে সরকারি রাস্তা দখল করে পার্কিং করা গাড়ি চালকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু কোথায় সেই পদক্ষেপ জানতে চায় শহরবাসী। যাইহোক রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে ট্রাফিক পুলিশের আধিকারিকরা। লোক দেখানো পার্কিং সরালেন তারা। অবরোধকারীদের আশ্বস্ত করেন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে। তারপর অবরোধ প্রত্যাহার হয়।