Thursday, January 16, 2025
বাড়িরাজ্যআমবাসা পুর পরিষদে থাবা বসালো চোরের দল

আমবাসা পুর পরিষদে থাবা বসালো চোরের দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : নিশিকুটুম্বদের হানা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমবাসায়। আমবাসা কালীবাড়ি সহ বিভিন্ন এলাকায় চুরির পর এবার আমবাসা পুর পরিষদে থাবা বসালো চোরের দল। গভীর রাতে চোরের দল আমবাসা পুর পরিষদের পেছনের গেইট দিয়ে প্রবেশ করে অফিসের বিভিন্ন সেকশনে হানা দেয়।

এবং পুর পরিষদের তিনটি দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে নগদ অর্থ নিয়ে যায়। আলমারি সহ বিভিন্ন জায়গা থেকে নগদ অর্থ নিয়ে যায় চোরের দল বলে অভিযোগ। পাশাপাশি বিভিন্ন নথিপত্র এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। ধারণা করা হচ্ছে চুরির সাথে নেশাগ্রস্ত যুবকরা যুক্ত থাকতে পারে। কারণ আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ড্রাগসের আসর বসে প্রায় সময়। এই ড্রাগস সেবনকারীরাই বিভিন্ন চুরির সাথে যুক্ত বলে ধারণা করছে এলাকাবাসী। খবর দেওয়া হয় আমবাসা থানায়। পুলিশ ছুটে এসে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে নেমেছে। পুর সভার এক কর্মী জানান, পুর সভায় তিনটার পর যে অর্থ সংগ্রহ হয়েছিল, সেই টাকাগুলি অফিসে ছিল। পাশাপাশি পুরসভার এক কর্মীর ব্যাগেও কিছু টাকা ছিল, সবগুলি মিলিয়ে প্রায় ১৭ হাজার টাকা নিয়ে যায় চোরের দল। এর আগেও পুর সভার টাউন হল, জিমে চুরি হয়েছিল। চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা আমবাসায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য